বিনোদন ডেস্ক:
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
কানের প্রথম দিনে লাল গালিচায় তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।’ তাতে দেখা যায়, গোলাপি রঙের গাউনে সেজেছেন তিনি।
প্রিয় তারকাকে এমন লুকে দেখে প্রশংসা করছেন উর্বশীর ভক্তরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টস বক্সে। একজন লিখেছেন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়।’ আরেকজন লেখেন, ‘গোলাপি রানি।’
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, উর্বশীর গাউনটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউস তৈরি করেছে অভিনেত্রীর পোশাকটি।
প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্বও করেন তিনি। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজর কাড়েন উর্বশী।
মন্তব্য করুন
নতুন বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ‘স্কুইড গেম ২’। মুক্তির পর দর্শকদের উন্মাদনাও তুঙ্গে পৌঁছেছে। ভাগ্য পরীক্ষা আর মৃত্যুর খেলায় এবার আরও দ্বিগুণ উত্তেজনা নিয়ে ফিরে এসেছে নেটফ্লিক্সের এই সেরা সৃষ্টি। আগামীতে ‘স্কুইড গেম ৩’ আসবে বলে ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।
প্রতিশোধের আগুন নিয়ে প্লেয়ার নম্বর ৪৫৬ আবার ফিরে এসেছে সেই মৃত্যুর খেলার মঞ্চে। তবে প্রশ্ন উঠছে, সে কি পারবে জীবনের বিনিময়ে এই ভয়ংকর খেলা বন্ধ করতে, নাকি আবারও অসংখ্য নিরীহ মানুষের প্রাণ ঝরবে? বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর গল্প এমনই— জীবনের বিনিময়ে ভাগ্য বদলের খেলা। বর্তমানে সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে উত্তেজনা চলছে সারাবিশ্বে এবং নেটফ্লিক্সে একের পর এক নতুন রেকর্ড ভেঙে যাচ্ছে।
এই উত্তেজনার মাঝেই নতুন এক ঝড়ের পূর্বাভাস দিয়েছে নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে তারা জানিয়েছে, চলতি বছরেই আসছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন। যদিও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ২৭ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন।
এছাড়া, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায় এবং মাত্র ২৮ দিনে দর্শকরা ১.৬ বিলিয়ন ঘণ্টা সময় কাটিয়েছিল এই সিরিজে। সেই সময়েই সিরিজটি বেশ কিছু পুরস্কার অর্জন করেছিল। তিন বছর পর, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর মুক্তি পায় ‘স্কুইড গেম ২’। প্রথম সিজনের মতো, দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে, এবং প্রথম সিজনের বেশ কয়েকজন অভিনেতা দ্বিতীয় সিজনেও রয়েছেন।
মন্তব্য করুন
বিনোদন ডেস্ক:
দক্ষিণী আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা সব সময় তুঙ্গে থাকে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে লাভ-লাইফ কোনটাই বাদ যায় না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে নিজের এমন এক গোপন তথ্য ফাঁস করলেন যা শুনলে চমকে যাবেন।
পোস্টে তামান্না লিখেছেন, ‘আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি সবাইকে বলি যে আমি সব সময় যেকোনো কিছুর জন্য প্রস্তুত, কিন্তু বাস্তবে আমি রাত ৮টার পর কোথাও যেতে চাই না বা কিছু করতেও চাই না। এমনকি কিছু করতেও ভাল লাগে না।’
তামান্না আরও বলেন, ‘যদি আমি কারোর সঙ্গে দেখা করি, সেখানে খাবার এবং পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত, তবে এটা পুরোটাই আমার মেজাজ এবং ক্লান্তির ওপর নির্ভর করে।’
ব্যক্তি জীবনে তামান্না সম্পর্ক জড়িয়েছে বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার সঙ্গে। গত বছর তাদের প্রথম ডেটিংয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো। ভাইরাল হওয়া এক ভিডিওতে একে অপরকে চুম্বন করার পরই তাদের নিয়ে নেট দুনিয়াঢ চর্চা শুরু হয়েছিলো। অবশেষে তা স্বীকার করে নিয়েছিলেন তারা।
বিজয়-তামান্নার প্রেমের চর্চা দিনদিনই বেড়েই চলেছে৷ প্রেমের খবর স্বীকার করে নেওয়ার পর থেকেই আরও বেশি করে শিরোনামে রয়েছেন তারকা জুটি৷ বিজয়-তামান্নার সম্পর্ক এখন টক অফ দ্য টাউন ৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, সম্প্রতি ‘আরনমানই ৪’ ছবিতে তামান্না ভাটিয়াকে দেখা যাবে।
মন্তব্য করুন
বিনোদন ডেস্ক:
ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন মেট গালা। সেই ‘মেট গালা’ তে তারকাদের দুর্দান্ত সব লুক ট্রেন্ড করছে। আর তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।এবার বিশ্বের অন্যতম বড় এই ফ্যাশন ইভেন্ট মেট গালাতে শাড়ি পরে হাজির হয়ে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে ট্র্যাডিশনাল লুকে লাল গালিচা মাতিয়েছেন তিনি। মেট গালায় আলিয়ার সাজ মুগ্ধ করেছে ভক্তদের। মেট গালায় তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া ভাট।
আলোচিত এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রতœপাথর দিয়ে হাতের কাজ করা হয়েছে। সঙ্গে রয়েছে গোলাপী এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলোও হাতে বসানো। শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলড প্লিট। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ।
গয়না হিসেবে সব্যসাচী বেছে নেন একটি টিকলি। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল, হাই হিল ও আংটি। সঙ্গে ছিল মেসি হেয়ার।
মেট গালায় এটি ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন আলিয়া।
মন্তব্য করুন
বলিউড ভাইজান সালমান খানের জন্মদিনে বিশেষ ধুমধাম আয়োজন করা হয়েছে। ২৬ ডিসেম্বর রাত থেকেই শুরু হয় তার জন্মদিন উদ্যাপন। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা এবং মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টি আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়, ফলে সালমানের জন্মদিন ও আয়াতের জন্মদিনের উদ্যাপন একসঙ্গে হয়ে থাকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর ৫৯ বছরে পা দিলেন সালমান। তিনি বিলাসবহুল একটি গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট এবং কালো টি শার্ট। যদিও এই মুহূর্তে তিনি বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, তবুও জন্মদিনের উদ্যাপন থেমে থাকে না। ভাই আরবাজ খান ও তার স্ত্রী শুরি খান, ছোট ভাই সোহেল ও তার ছেলে নির্বাণ, এবং সালমানের প্রাক্তন প্রেমিকাদের মধ্যে সঙ্গীতা বিজলানি ও ইউলিয়া ভানটুরও উপস্থিত ছিলেন। সালমানের বন্ধুদের মধ্যে ছিলেন প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।
একসময় সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের বিয়ে ভেঙে যায়, শোনা যায় ধোঁকা ছিল তার দিক থেকেই। তবে খান পরিবারের সঙ্গে সঙ্গীতা এখনো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এই জন্মদিনের পার্টিতেও তাকে দেখা গেছে। এছাড়া অভিনেতা ববি দেওল, রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজাও পার্টিতে উপস্থিত ছিলেন, তাদের দুই ছেলে রিয়ান এবং রাহিলের সঙ্গেও।
পার্টির একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান, যেখানে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, আয়ুষ শর্মা এবং তাদের মেয়ে আয়াতকে একসঙ্গে দেখা যায়। সাজিদ ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরী আয়াত, তোমাদের জন্য দোয়া।"
এদিকে, জন্মদিনের আগের দিন, অর্থাৎ ২৬ ডিসেম্বর রাতে মুক্তি পেয়েছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’-এর প্রথম পোস্টার। ছবিতে সালমানের ব্যাকব্রাশ করা চুল এবং চাপদাড়ি, হাতে অস্ত্র এবং রহস্যময় আলো-আঁধারির পরিবেশ দেখা যাচ্ছে। এই ছবির জন্য সালমান অনেকটা ওজন কমিয়েছেন এবং ছিপছিপে অবতারে ‘সিকান্দর’ চরিত্রে উপস্থিত হয়েছেন।
‘গজিনী’ ছবির পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে এই ছবিতে প্রথমবার কাজ করছেন সালমান। ২৭ ডিসেম্বর সকালে সিনেমাটির টিজার প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশমিকা মান্দানার সঙ্গে পর্দা ভাগ করবেন। সালমানের সর্বশেষ সিনেমা ছিল ‘টাইগার ৩’, যেখানে তিনি ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। ‘টাইগার ৩’ ২০২৩ সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। এছাড়া, সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায় ক্যামিও করেছিলেন।
মন্তব্য করুন
বিনোদন ডেস্ক:
এবার মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এর আগে ওই বাড়ির মালিকানা ছিল শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা জাহ্নবীর। তার কাছ থেকে ৪৪ কোটি রুপিতে বাড়িটি কিনেছেন রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখা।
মায়ানগরীতে নিজেদের একটা বাড়ির স্বপ্ন পূরণ হল জানিয়ে রাজকুমার জানালেন, ‘তার এই স্বপ্নের নেপথ্যে রয়েছেন বলিউড কিং খান শাহরুখ খান। শাহরুখই নাকি তাকে একটা কথা শিখিয়েছিলেন। বলেছিলেন- বেটা, যখনই বাড়ি কেনার পরিকল্পনা করবে, সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি কিনবে। যাতে আমি নিজে আরও বেশি পরিশ্রমী হই। এই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল।’
উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমারের নতুন ছবি ‘শ্রীকান্ত’। এর পরে ৩১মে রাজকুমার অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে রাজকুমারের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর।
মন্তব্য করুন
বিনোদন ডেস্ক:
দক্ষিণী তারকা যশ অভিনীত ছবি থেকে সরে গেলেন কারিনা কাপুর। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুর খানের। জোরকদমে প্রস্তুতি চলছে, আগেই খবর মিলেছিল। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। কিন্তু যশের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে যশের নায়িকা হিসেবে কিয়ারাকে চূড়ান্ত করা হয়েছে।
ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। স্বাভাবিক ভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়েছে ছবি নির্মাতার তরফে। তাদের কথায়, ‘ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে ছবি সম্পর্কে কোনো তথ্য ছড়াবেন না।’ তারা জানান, ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। যাদের কাস্ট করা হয়েছে, ছবির জন্য তারা ১০০ শতাংশ উপযুক্ত।
তবে কারিনা কেন সরে এলেন ছবি থেকে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, তারিখ নিয়ে সমস্যার জেরেই কারিনার এ সিদ্ধান্ত। নির্মাতার তরফেও তারিখ বদল করার কোনো সম্ভাবনা নেই। স্বভাবতই ঘটনাটি নিয়ে কিছুটা হতাশ বেবোর অনুরাগীরা। কারিনার পরিবর্তে কাকে কাস্ট করা হবে, অপেক্ষায় দর্শক।
মন্তব্য করুন
বিনোদন ডেস্ক:
আম্বানি পরিবারের বিয়ে নিয়ে আবারও শোরগোল চলছে গত কয়েকদিন ধরে। মুম্বাইয়ের বিকেসির জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ১২ জুলাই আম্বানিপুত্রের গ্র্যান্ড বিবাহের অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় সব তারকাদের মেলা বসেছিল।
বিয়েতে বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট কাপুরও উপস্থিত ছিলেন। রণবীর কাপুর সাদা শেরওয়ানি ও পায়জামা পরে এসেছিলেন। তবে, হট পিংক কালারের শাড়ি পরে আলাদাভাবে সবার নজর কাড়েন আলিয়া ভাট। মনিশ মলহোত্রার আর্কাইভাল উইভ কালেকশন থেকে আলিয়া ভাট এই সিল্ক শাড়িটি কিনেছিলেন বলে জানা যায়।
গোলাপি রঙা পিওর সিল্কের শাড়িটিতে ৯৯ শতাংশ খাঁটি রুপার কাজ করা হয়েছে। রুপার কাজের পাশাপাশি সম্পূর্ণ শাড়িতে গোল্ডেন অ্যান্টিক কাজ ফুটিয়ে তুলতে ৬ গ্রাম স্বর্ণ ব্যবহার হয়। এদিকে শাড়িটির ব্যাপারে ডিজাইনার মনিশ মলহোত্রা একটি বিশেষ তথ্য জানিয়েছেন, আলিয়ার শাড়িটি গুজরাটের ঐতিহ্যবাহী অশাবলী শাড়ি, যা প্রায় ১৬০ বছরের পুরোনো!
আলিয়ার চুলে স্লিক বান ও খোঁপায় জড়ানো ফুল তো ছিলই। এছাড়াও ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে মানানসই জুয়েলারি পান্না ও সোনার হার, মাং টিকা ও ঝুমকা ঘরানার দুল পরেও বিশেষভাবে নজর কাড়েন এই অভিনেত্রী। নেটিজেনদের মতে, দুর্দান্ত লাগছিল সেদিন মিষ্টি এ অভিনেত্রীকে।
মন্তব্য করুন
৭৬তম কান চলচ্চিত্র উৎসব ১৬ মে (মঙ্গলবার) থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে। চলতি বছর ৩টি ভারতীয় ছবি দেখানো হবে কানে।
অনুরাগ কাশ্যপ পরিচালিত কেনেডি সিনেমায় অভিনয় করেছেন সানি লিওনি, রাহুল ভাট ও ইউটিউব সিরিজ ‘অ্যাসপির্যান্টস’ খ্যাত অভিনেতা অভিলাষ থাপলিয়ল। মিডনাইট স্ক্রিনিং বিভাগের অংশ হিসাবে নির্বাচিত হয়েছে কেনেডি।
আর রাহুল রায় অভিনীত ‘আগ্রা’ সিনেমা ডিরেক্টর্স’ ফোর্টনাইট সেকশনে দেখানো হবে। ছবিটি পরিচালনা করেছেন কানু বেল।
এছাড়াও মনিপুরী নির্মাতা আরিবাম শ্যাম শর্মার ১৯৯০ সালের সিনেমা ‘ইশানোউ’-এর রেড-কার্পেট ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ১৯ মে। কানের ক্লাসিক সিলেকশন বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা যাবে অনুষ্কা শর্মাকে। কান-এ সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন অনুষ্কা ও হলিউডের খ্যাতনামী অভিনেত্রী কেট উইনসলেট। আগের বার কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা। কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও সোনম কাপুর।
মন্তব্য করুন
পরিচালনায় নাম লিখিয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তিনি নতুন সিরিজ ‘বলিউড দ্য বা**ডস’ নিয়ে আসছেন। গত সোমবার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে চলতি বছরে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলোর নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় আরিয়ান খানের এই নতুন সিরিজটির নামও রয়েছে।
আরিয়ানের ‘বলিউড দ্য বা**ডস’ সিরিজটিতে প্রযোজনা ও অভিনয় করেছেন শাহরুখ খান নিজেই। অভিনেতা ও প্রযোজক হিসেবে ছেলের পরিচালনায় কাজ করতে গিয়ে কতটা চাপ অনুভব করেছেন, এমন প্রশ্নের জবাবে শাহরুখ তার নিজস্ব স্টাইলে বললেন, ‘অন্য সবাই কাজ করে, আমি শুধু নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক—এরা আমার পোষাবে না… আই অ্যাম আ ব্লাডি স্টার। আমি পেছনে থেকে মিউজিক বাজাই। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না।’ শাহরুখের এই মজাদার উত্তরে উপস্থিত সবাই হাততালি দেন।
নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট গত নভেম্বরে এই সিরিজটি ঘোষণা করেছিল। শাহরুখ খান ছাড়াও এই ৬ পর্বের সিরিজে সালমান খান, রণবীর কাপুর, বাদশা এবং ববি দেওলের ক্যামিও দেখা যাবে। গত বছরের মে মাসে সিরিজটির শুটিং শেষ করেছিলেন আরিয়ান। আর গত সোমবারই ‘বলিউড দ্য বা**ডস’ এর প্রথম টিজার প্রকাশিত হয়।
মন্তব্য করুন
বিনোদন ডেস্ক:
ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গোবুরোকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা।
নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, গত রোববার ২৩ বছর বয়সী মডেলকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণেই খুন হয়েছেন ল্যান্ডি।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁয় বসে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ল্যান্ডি। তখন মাস্ক পরা দুই অস্ত্রধারী ভেতরে ঢুকে গুলি চালায়। রেস্তোরাঁর মেঝে রক্তে ভেসে যায়।
নিরাপত্তারক্ষীরা আসার আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়। এই ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। শনিবার এক বিয়ের দাওয়াতে হাজির হয়েছিলেন ল্যান্ডি। এর পরদিনই নির্মমভাবে খুন হলেন তিনি।
২০২২ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশ নেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ১০ লাখের বেশি অনুসারী ছিল।
মন্তব্য করুন